ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেং ওয়ানঝুকে গ্রেফতারের নেপথ্যে রাজনীতি নেই: ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
মেং ওয়ানঝুকে গ্রেফতারের নেপথ্যে রাজনীতি নেই: ট্রুডো চীন প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে‌র প্রধান ফিনান্সিয়াল কর্মকর্তা ও উপ-পরিচালক মেং ওয়ানঝু। ছবি: সংগৃহীত

ঢাকা: চীন প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে‌র প্রধান ফিনান্সিয়াল কর্মকর্তা ও উপ-পরিচালক মেং ওয়ানঝুকে গ্রেফতারের নেপথ্যে কোনো রাজনীতি নেই বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) জাস্টিন ট্রুডো বলেছেন, হুয়াওয়ের শীর্ষ নির্বাহীকে গ্রেফতারের নেপথ্যে তার সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

কানাডার মন্ট্রিয়ল শহরে সাংবাদিকদের তিনি আরও বলেন, মেং ওয়ানঝুকে গ্রেফতারের বিষয়টি কানাডার সরকার কয়েকদিন আগে জেনেছে।

এখানে আমার সরকারের কোনো ভূমিকা নেই।

ট্রুডো বলেন, আমি সবাইকে আশ্বস্ত করতে পারি যে, আমাদের এমন একটি দেশ, যেখানে স্বতন্ত্র বিচার ব্যবস্থা আছে। তাছাড়া ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করার অভিযোগে চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধানকে আমাদের দেশে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, শুক্রবার (০৭ ডিসেম্বর) আদালতে মেং ওয়ানঝুকে জামিনের শুনানি হতে পারে।

কানাডার বিচার বিভাগ সূত্র জানিয়েছে, গত ১ ডিসেম্বর মেং ওয়ানঝুকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে হুয়াওয়ে জানিয়েছেন, অভিযোগ সম্পর্কে তাদের কাছে তেমন কোনো তথ্য নেই।

এছাড়া মেং অন্যায় কিছু করেছেন বলেও জানা নেই এ কোম্পানিটির।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান সংবেদনশীল সময়ে এ গ্রেফতার নিয়ে সমালোচকরা ভিন্ন মত দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।