ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্যাশন ডিজাইনারের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো নারীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
ফ্যাশন ডিজাইনারের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো নারীর অদিতি আগরওয়াল, ছবি: সংগৃহীত

কলকাতায় নেশাগ্রস্ত এক ফ্যাশন ডিজাইনারের প্রাইভেটকারচাপায় এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। 

রোববার (২৫ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানায় ভারতের সংবাদমাধ্যম।

খবরে বলা হয়েছে, অ্যালকোহল সেবন করে অদিতি আগরওয়াল নামে ওই ফ্যাশন ডিজাইনার নিজেই গাড়িয়ে চালাচ্ছিলেন।

এ সময় রাস্তার বাসের জন্য অপেক্ষারত এক নারীকে চাপা দেয় তার প্রাইভেটকারটি।

কলকাতা পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা জানান, অদিতি আগরওয়ালের গাড়িটি পূর্বাঞ্চলীয় মেট্রোপলিটন বাইপাসের ট্রাফিক সংকেত এড়িয়ে যাওয়ার সময় পথচারী নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

‘পরে গাড়িটি নিয়ে ওই ফ্যাশন ডিজাইনার কাছের একটি পাঁচ তারকা হোটেলে যান। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অদিতিকে চিহ্নিত করেছে। ’

তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পরে পরীক্ষা করে অদিতির রক্তে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।