ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রেক্সিট চুক্তি অনুমোদন করলেন ইইউ নেতারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
ব্রেক্সিট চুক্তি অনুমোদন করলেন ইইউ নেতারা থেরেসা মে। ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার বিষয়ে প্রস্তাবিত চুক্তি অনুমোদন করেছেন নেতারা।

২০ মাস আলাপ-আলোচনা পর রোববার (২৫ নভেম্বর) ইইউ’র ২৭ দেশের নেতারা এক ঘণ্টারও কম সময়ের আলোচনায় ব্রেক্সিট চুক্তিতে সম্মত হন।

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এক টুইট বার্তায় বিষয়টি জানান।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, যুক্তরাজ্য ও ইইউ’র মধ্যে ১৮ মাসের বেশি সময় ধরে আলোচনার পর এ চুক্তির খসড়া তৈরি করা হয়। ২০১৬ সালে একটি গণভোটের মাধ্যমে ইইউ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য। ২০১৯ সালের ২৯ মার্চ যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইইউ থেকে বের হয়ে যাবে।

ইইউ’র নেতারা বলছেন, চুক্তিটি এখন যুক্তরাজ্যর পার্লামেন্টে পাস হতে হবে।

ইইউ’র নেতা লিথুনিয়ার প্রেসিডেন্ট ডালিয়া গ্রিবাউসকাতে বলেন, যদি ব্রিটিশ পার্লামেন্ট চুক্তিটি প্রত্যাখ্যান করে তাহলে ফলাফল ভিন্ন কিছু হতে পারে। এজন্য আরো বেশি আলোচনা করা বা আবারো গণভোটের আয়োজন করা যেতে পারে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এপি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।