ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিজেপি অধ্যুষিত বল্লারিতে কংগ্রেসের জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
বিজেপি অধ্যুষিত বল্লারিতে কংগ্রেসের জয় বল্লারিতে কংগ্রেসের জয়, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে বিজেপি অধ্যুষিত কর্ণাটকের বল্লারিতে উপ-নির্বাচনে জয় পেয়েছে কংগ্রেস।

মঙ্গলবার (০৬ নভেম্বর) কর্ণাটকে তিন লোকসভা এবং দুই বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। রাজ্যের তিনটি লোকসভা আসনের মধ্যে দু’টিতেই অনেক এগিয়ে রয়েছেন কংগ্রেস-জেডিএস জোটের প্রার্থীরা।

আর রাজ্য বিধানসভার যে দু’টি আসনে উপ-নির্বাচন হয়েছিল, তার একটিতে জয় পেয়েছে কংগ্রেস। অন্যটি পেয়েছে জেডি (এস)।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মঙ্গলবার সকালে কর্ণাটকের উপ-নির্বাচনের ভোট গণনা শুরু হয়। এতে দেখা যায়, বল্লারি লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ভি এস উগ্রাপ্পা তার নিকটতম প্রার্থী বিজেপির ভি শান্তার থেকে বেশি ভোটে এগিয়ে রয়েছেন।

২০০৪ সাল থেকে এলাকাটি বিজেপির একক আধিপত্য ছিল। রেড্ডি ব্রাদার্সের ঘাঁটিও বলা হয় বল্লারিকে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮ 
এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।