ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফিদেল কাস্ত্রোর বড় ছেলের আত্মহত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
ফিদেল কাস্ত্রোর বড় ছেলের আত্মহত্যা ফিদেল অ্যাঞ্জেল কাস্ত্রো দিয়াজ বালার্ট (সংগৃহীত ছবি)

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বড় ছেলে ফিদেল অ্যাঞ্জেল কাস্ত্রো দিয়াজ বালার্ট আত্মহত্যা করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্রানমা’র বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে হাভানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

৬৮ বছর বয়সী দিয়াজ বিষণ্নতায় ভুগছিলেন।

কয়েক মাস ধরে তার চিকিৎসা চলছিল।  

বালার্ট দেখতে অনেকটা বাবার মতো হওয়ায় তিনি ‘ফিদেলিতো’ নামে পরিচিত ছিলেন। তিনি ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন।  

দিয়াজ বালার্ট পারমাণবিক পদার্থবিদ হিসেবে কাজ করেছেন।  ১৯৮০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি কিউবার জাতীয় পরমাণু প্রোগ্রামের প্রধান ছিলেন।  তিনি কাউন্সিল অব দ্য স্টেট অব কিউবার উপদেষ্টাও ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।