ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে প্লেন-হেলিকপ্টার সংঘর্ষে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
জার্মানিতে প্লেন-হেলিকপ্টার সংঘর্ষে নিহত ৪ জার্মানিতে প্লেন-হেলিকপ্টার সংঘর্ষে পর ঘটনাস্থলে এয়ার অ্যাম্বুলেন্স

ঢাকা: জার্মানিতে একটি ছোট প্লেন ও হেলিকপ্টারের সংঘর্ষে চারজন নিহত হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফিলিপসবার্গ শহরে একটি নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।  

জার্মান উড়োজাহাজ উদ্ধারকারী সংস্থা ডিআরএফ এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, একটি উদ্ধারকারী হেলিকপ্টার প্রশিক্ষণ চলাকালীন ছোট একটি প্লেনের সঙ্গে ধাক্কা লাগলে বিস্ফোরিত হয়ে মাটিতে পড়ে যায়।

এতে চারজনের প্রাণহানি ঘটে।  

স্থানীয় পুলিশের মুখপাত্র জানান, যাত্রীদের পরিচয় আমরা এখনো জানি না। এ দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তবে হতাহতের সংখ্যা আরও বাড়বে কিনা এ নিয়ে তিনি কিছু বলতে রাজি হননি।  

আহতদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫১১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এমএসএ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।