ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাজাখস্তানে বাসে আগুন, নিহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
কাজাখস্তানে বাসে আগুন, নিহত ৫২ আগুনে ভস্মীভূত বাস

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্তত ৫২ জন নিহত হয়েছে। পাঁচ আরোহী জানালা দিয়ে লাফিয়ে প্রাণ বাঁচাতে পেরেছেন। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় আকতোবে এলাকার ইরগিজ জেলার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বেশিরভাগই উজবেকিস্তানের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

এরা সামারা-সিমকেন্ত রুটের বাসে চেপে মস্কো থেকে আসছিল বা মস্কোর দিকে যাচ্ছিল ।

কাজাখস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানায়, হঠাৎ আগুন ধরে যাওয়া বাসটির প্রায় সব আরোহী পুড়ে মারা গেলেও অন্তত পাঁচজন জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে গেছেন। তাদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বাসের আরোহীদের সবাই খেটে খাওয়া উজবেক শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। জীবিকার জন্য তাদের প্রধান গন্তব্য রাশিয়া।

দরিদ্র উজবেক নাগরিকরা এই ২২০০ কিলোমিটার দীর্ঘ সামারা-সিমকেন্ত সড়কপথ দিয়েই জীবিকার অন্বেষণে রাশিয়ায় যাওয়া আসা করে থাকে।

কাজাখস্তানের জরুরি সেবা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানায়, বাসটিতে ৫৫ জন আরোহী ও দু’জন চালক ছিল।

নিহত ও আহতদের উদ্বিগ্ন আত্মীয়-স্বজনদের সব ধরনের খোঁজখবর ও যোগাযোগের জন্য কর্তৃপক্ষ একটি হটলাইন চালু করেছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮/ আপডেট১৪৩১ ঘণ্টা
এইচএ/জেএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।