ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে তুষারপাত!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
সাহারা মরুভূমিতে তুষারপাত! সাহারা মরুভূমির বালুময় প্রান্তরে বিচিত্র তুষার দেখছেন এক ব্যক্তি

বিচিত্র তুষারপাতের সাক্ষী হলো সাহারা মরুভূমি! সম্প্রতি তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় তুষার স্পর্শের সুযোগ পায় সাহারা মরুভূমি অধ্যুষিত আলজেরিয়ার আইন সেফ্রা শহরের অধিবাসীরা।

এ তুষারপাত উপভোগ করতে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন আইন সেফ্রা’র বাসিন্দারা। মরুভূমির কিছু কিছু স্থানে বরফ জমাট বেঁধে থাকতে দেখা যায়।

অনেকেই বিস্ময়কর এ ঘটনার ছবি তুলে রাখেন। ছবিতে ফুটে উঠে, লালচে বালির মধ্যে সাদা তুষারপাতের নৈসর্গিক সৌন্দর্য।  

লালচে বালির মধ্যে সাদা তুষারপাতের নৈসর্গিক সৌন্দর্য।

উত্তর আলজেরিয়ার শহর ‘আইন সেফ্রা’ সাহারা মরুভূমির প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এখানে গ্রীষ্মকালের গড় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং শীতকালে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসেরও কম হয়।

জানা যায়, মরুভূমি ও অ্যাটলাস পর্বতমালার মাঝামাঝি অবস্থান করা এই শহরে তুষারপাত অবশ্য নতুন নয়। এ এলাকায় সর্বশেষ তুষারপাত হয়েছিলো ২০১৬’র ডিসেম্বরে। সেবার ৩৭ বছর পর তুষারপাত দেখেছিল আইন সেফ্রা। তখন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার মিটার উঁচু অ্যাটলাস পর্বতমালাও ছেয়ে যায় তুষারে।

বাংলাদেশ সময় ২১১০ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এমএসএ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।