ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে আগুন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে আগুন  ট্রাম্প টাওয়ারে আগুন। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইর্য়কের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ৫৮তলা ‘ট্রাম্প টাওয়ারে’ আগুন লেগেছে। স্থানীয় সময় সোমবার (০৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। 

নিউইর্য়ক সিটির ফায়ার সার্ভিসের মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, ভোর ছয়টা ৫৮ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ শুরু করেন।

 

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন ও এনবিসি বলছে, বৈদ্যুতিক গোলযোগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও প্রথম দিকে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ও ছোট ছেলে ব্যারন ট্রাম্প টাওয়ারের ফ্ল্যাটে থাকতেন। তবে গত বছরের জুনে হোয়াইট হাউজে ওঠেন তারা।  

ম্যানহাটনের ওই বহুতল ভবনে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার থাকে। যে কোনো বড় অনুষ্ঠানে সেটা আরও কঠোর হয়।  

ব্যবসায়ী ট্রাম্পের মালিকানাধীন আবাসন প্রতিষ্ঠানের সদর দফতর মিডটাউনের ৫৬নং সড়কের ফিফথ এভিনিউয়ের ওই ভবনে।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।