ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বিষাক্ত মদপানে ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
পাকিস্তানে বিষাক্ত মদপানে ২১ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঘরে তৈরি বিষাক্ত মদপানে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪ জন। এঘটনায় বিষাক্ত মদ তৈরির অপরাধে বাবা-ছেলেকে আটক করা হয়েছে।

ঢাকা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঘরে তৈরি বিষাক্ত মদপানে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪ জন।

এঘটনায় বিষাক্ত মদ তৈরির অপরাধে বাবা-ছেলেকে আটক করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে লাহোর থেকে ২শ’ কিলোমিটার দূরে তোবা তেক সিং এলাকার খ্রিস্টান কলোনিতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ঘরে তৈরি বিষাক্ত মদপানের পর অন্তত ৩০ জন অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের জেলা হেডকোয়ার্টার হাসপাতাল ও ফয়সালাবাদ এলাইড হাসাপতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে ২১ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।  

এ ঘটনায় বিষাক্ত মদ তৈরির অপরাধে বাবা ও ছেলেকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।