ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্বল্পপাল্লার মিসাইল পরীক্ষা চালালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
স্বল্পপাল্লার মিসাইল পরীক্ষা চালালো ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচশ থেকে এক হাজার কেজির ওয়ারহেড বহনে সক্ষম স্বল্পপাল্লার একটি মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ওড়িষ্যার চান্দিপুর টেস্টরেঞ্জ থেকে ‘পৃথ্বি-২’ নামের এই মিসাইলটির পরীক্ষা চালানো হয় বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।



দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার সময় চান্দিপুর টেস্টরেঞ্জের লঞ্চ কমপ্লেক্স-৩ থেকে একটি ভ্রাম্যমাণ লঞ্চারের মাধ্যমে মিসাইলটি ছোড়া হয়।

ভূমি থেকে ভূমিতে ৩৫০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এই মিসাইলটি তরল জ্বালানিতে চালিত দ্বি-ইঞ্জিন বিশিষ্ট। এটি পাঁচশ থেকে এক হাজার কেজির ওয়ারহেড বহনে সক্ষম। ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে মিসাইলটির দিক নিয়ন্ত্রণ ও গতি পরিবর্তন করা সম্ভব বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।