ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় নৌকাডুবিতে নিহত ১, নিখোঁজ ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
দক্ষিণ কোরিয়ায় নৌকাডুবিতে নিহত ১, নিখোঁজ ৫ ছবি: প্রতীকী

ঢাকা: দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপের কাছে একটি চীনা জেলেনৌকা ডুবে যাওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত পাঁচজন।



বুধবার (২৭ জানুয়ারি) দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপের কাছে মাছ ধরার সময় নৌকাটি ডুবে যায়। একজন ব্যক্তি তা দেখে চারজনকে উদ্ধার করেন। পরে উদ্ধারকৃতদের মধ্যে থেকেই একজনের মৃত্যু হয়।

নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।
 
উল্লেখ্য, ২০১৪ সালে একই স্থানে একটি ফেরিডুবির ঘটনায় কমপক্ষে ৩০০ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ  সময়: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।