ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নির্বাচনে জিততেই নাজিবকে অর্থ দিয়েছিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
নির্বাচনে জিততেই নাজিবকে অর্থ দিয়েছিল সৌদি নজিব রাজাক / ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৩ সালের নির্বাচনে জিততেই মালয়েশিয়ান প্রধানমন্ত্রী নাজিব রাজাককে অর্থ দিয়েছিল সৌদি রাজপরিবার। এক সৌদি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



এর আগে মঙ্গলবার (২৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অ্যাপান্ডি আলি জানান, ওয়ানএমডিবি কেলেঙ্কারিকে ঘিরে তিনটি তদন্ত সম্পন্ন হয়েছে। কোনো ঘুষ বা অন্য কোনো ধরনের অর্থ কেলেঙ্কারির তথ্য পাইনি আমরা। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্টে যে অর্থ পাওয়া গিয়েছিল, তা সৌদি রাজপরিবারের দেওয়া অনুদান।

সৌদি রাজপরিবার ৬৮১ মিলিয়ন ডলার (৫ হাজার ৩২৯ কোটি টাকা) অর্থ অনুদান দিয়েছিল উল্লেখ করে মোহাম্মদ অ্যাপান্ডি আলি আরও জানান, এ অর্থ ব্যবহার না হওয়ায় এর মধ্যে ৬২০ মিলিয়ন ডলার (৪ হাজার ৮৫২ কোটি টাকা) ফেরতও দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, দেশের দুর্নীতি দমন সংস্থার তদন্তে জানা গেছে, ২০১৩ সালের মার্চ মাস থেকে এপ্রিল মাসের মধ্যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্টে অনুদানের অর্থ ট্রান্সফার করা হয়। আর একই বছর আগস্ট মাসে ৬২০ মিলিয়ন ডলার ফেরতও দেন নাজিব। তবে বাকি ৮১ মিলিয়ন ডলারের (৬৩৪ কোটি টাকা) কি হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি অ্যাটর্নি জেনারেল।

নাম প্রকাশ না করার শর্তে ওই সৌদি সূত্রটি জানিয়েছেন, ঘটনার সময় মুসলিম ব্রাদারহুডের প্রভাব নিয়ে রিয়াদ উদ্বিগ্ন ছিল। এরই পরিপ্রেক্ষিতে সৌদি রাজপরিবার নাজিবকে অর্থ অনুদানের সিদ্ধান্ত নেয়। ওই সময় মালয়েশিয়ার বিরোধী জোটে যোগ দেয় প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি (পিএএস)। দলটির প্রতিষ্ঠাতারা ব্রাদারহুডের অনুগামী ছিলেন। তারওপর মালয়েশিয়ায় ব্রাদারহুডের যথেষ্ট সমর্থন রয়েছে বলেও তথ্য পাওয়া যায়।

খবরে বলা হয়, ২০১৩ সালের নির্বাচনে জয় পেলেও নাজিবের দল গত অর্ধশত বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল করে।

সূত্রটি আরও জানান, অর্থ অনুদানের বিষয়টিতে সৌদি আরবের একেবারে শীর্ষ পর্যায় থেকে সিদ্ধান্ত হয়। প্রয়াত সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুলআজিজের ব্যক্তিগত অর্থ ও রাজ্য ফান্ড থেকে নাজিবকে এ অর্থ দেওয়া হয়।

কেন অ-আরবীয় একটা দেশকে এ ধরনের সহায়তা দিল সৌদি, সে বিষয়ে সূত্রটি জানায়, এর একমাত্র কারণ দিন দিন মুসলিম ব্রাদারহুডের সম্প্রসারন।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬/আপডেট: ১৪৩০ ঘণ্টা
আরএইচ
** ওয়ানএমডিবি কেলেঙ্কারি থেকে রেহাই পেলেন নজিব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।