ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জেট এয়ারের ফ্লাইটে বোমাতঙ্ক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
জেট এয়ারের ফ্লাইটে বোমাতঙ্ক! ছবি: সংগৃহীত

ঢাকা: বোমা থাকার খবরে ভারতীয় বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজের একটি আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে কাঠমাণ্ডুগামী জেট এয়ারওজেটের ‘৯-ডব্লিউ-২৬০’ ফ্লাইটটিতে বোমা থাকার খবরে যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

‘টেক অফ’ এর প্রাক্কালেই এই বোমা থাকার খবর ছড়িয়ে পড়ায় প্লেনের ভেতরে শুরু হয় যাত্রীদের ছোটাছুটি।

এ ঘটনায় প্লেনটির যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তল্লাশি শেষে প্লেনটি যথারীতি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে বলে জানিয়েছে দিল্লির বিমানবন্দর কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আইএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।