ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউরোপ সফরে রুহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
ইউরোপ সফরে রুহানি ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপ সফরের অংশ হিসেবে ইতালি পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় করতে তার এ সফর বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

পাঁচদিনের সফরে এরপর তার গন্তব্য ফ্রান্স।

ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এটি রুহানির প্রথম ইউরোপ সফর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সফরে রুহানি ইতালিয়ান একটি কোম্পানির সঙ্গে ১৮ বিলিয়ন ডলারের (১ হাজার ৮শ’ কোটি ডলার) বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করবেন। এছাড়া ইউরোপের তৈরি ১১৪টি এয়ারবাস কেনার বিষয়ে আলোচনা হতে পারে।

সফরকালে তিনি ইতালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। দেশটির মন্ত্রী ও শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করবেন।

গত নভেম্বরে সফরটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্যারিসে জঙ্গি হামলার কারণে এ সূচি পিছিয়ে আনা হয়।  

চুক্তি অনুযায়ী পারমানবিক কার্যক্রম কমিয়ে আনায় ইরানের উপর থেকে সম্প্রতি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।