ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পাঠানকোট বিমানঘাঁটি হামলা

তদন্ত দল পাঠাচ্ছে পাকিস্তান, স্বাগত ভারতের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
তদন্ত দল পাঠাচ্ছে পাকিস্তান, স্বাগত ভারতের ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার ঘটনা তদন্তে দল পাঠাচ্ছে পাকিস্তান। তাদের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত।



বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে ইসলামাবাদের পক্ষ থেকে তদন্ত দল পাঠানোর আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়। সঙ্গে সঙ্গেই সে সিদ্ধান্তকে স্বাগত জানায় নয়াদিল্লি।

তবে, শুক্রবার (১৫ জানুয়ারি) দু’দেশের মধ্যে পররাষ্ট সচিব পর্যায়ে যে বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। ‘খুব শিগগির’ ওই বৈঠকের সময় নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে।

পাকিস্তানের সিদ্ধান্তের খবর জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ সংবাদমাধ্যমকে বলেন, পাঠানকোট হামলা তদন্তে প্রতিনিধি পাঠানোর প্রস্তাব করেছে পাকিস্তান। ভারত এ সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। ভারতের তদন্ত সংস্থাগুলো প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে তাদের।

নির্ধারিত সংলাপ পেছানোর বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে দুই পররাষ্ট্র সচিব কথা বলেছেন। তারা সংলাপ পেছানোর সিদ্ধান্ত পুনর্নির্ধারণের ব্যাপারে একমত হয়েছেন।

বিকাশ স্বরূপ আরও বলেন, পাঠানকোট হামলায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ চলছে। এ কারণে দুই পররাষ্ট্র সচিব বৈঠকে বসার জন্য আরও সময় চাইছেন।

২ জানুয়ারি ভোরে পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। এ ঘটনায় সাত ভারতীয় সেনা নিহত হন। নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের কর্মীরাই এ হামলা চালিয়েছে। তারপর থেকে জইশ-ই-মোহাম্মদের বিরুদ্ধে পাকিস্তানের অভিযানসহ নানা পদক্ষেপের খবর আসছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এইচএ/

** মাসুদ আজহারকে আটকের তথ্য নেই পাকিস্তানের কাছে!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।