ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফেব্রুয়ারিতে পার্লামেন্টে যোগ দিচ্ছে সু চি’র দল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
ফেব্রুয়ারিতে পার্লামেন্টে যোগ দিচ্ছে সু চি’র দল ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী ফেব্রুয়ারিতে নবগঠিত পার্লামেন্টে যোগ দিচ্ছে মায়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। তবে, পার্লামেন্টের নতুন অধিবেশনে থাকছেন না সু চি।



দেশটির পার্লামেন্টের স্পিকার শুয়ে ম্যান বুধবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। তার ওই বিবৃতির বরাত দিয়ে এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম বলছে, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠন করতে মার্চের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে এনএলডিকে। ৩১ মার্চ বর্তমান প্রেসিডেন্ট থিন সেইন পদত্যাগ করলেই সরকার গঠন হবে এনএলডির। তবে, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে পারবেন না ব্রিটিশ নাগরিকের স্ত্রী সু চি।

গত নভেম্বরের শুরুর দিকে মায়ানমারের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় এনএলডি। দলটির ওই জয়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার দিকে একলাফে এগিয়ে আসে মায়ানমার।

শুয়ে ম্যান তার বিবৃতিতে জানান, ১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে পার্লামেন্টের চেয়ারে বসবেন নতুন সংসদ সদস্যরা।

সংবাদমাধ্যম আরও জানাচ্ছে, প্রেসিডেন্ট পদে সু চি নির্বাচিত হতে পারবেন না বিধায় এখন এনএলডির এমপি ও পার্লামেন্টের কোয়ার্টার ভাগের (এক চতুর্থাংশ আসন) নিয়ন্ত্রক সেনা কর্মকর্তারা প্রেসিডেন্ট নির্বাচন করবেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
আরএইচএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।