ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর কোরিয়াকে আলোচনায় বসতে দ. কোরিয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
উত্তর কোরিয়াকে আলোচনায় বসতে দ. কোরিয়ার আহ্বান রিও কিল-জেই

ঢাকা: দু’দেশের শান্তিপূর্ণ একত্রীকরণে উচ্চ পর্যায়ে আলোচনার জন্য উত্তর কোরিয়াকে আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রী রিও কিল-জেই।

আগামী বছরের জানুয়ারি মাসে আলোচনায় বসতে তিনি এ আহ্বান জানান।


 
সোমবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার মন্ত্রী এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলেনে ইউনিফিকেশন মন্ত্রী রিও কিল-জেই জানান, উত্তর কোরিয়ার কাছ থেকে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া না গেলেও, দুই দেশের একত্রীকরণে খুবই আশাবাদী তিনি। বিশেষ করে ৬০ বছর আগে কোরিয়ার যুদ্ধে পৃথক হয়ে যাওয়া পরিবারগুলোকে একত্র হওয়ার সুযোগ পাবে।

রিও কিল-জেই বলেন, দুই কোরিয়ার একত্রীকরণ পরিকল্পনার খসড়া তৈরি করতে দুই দেশের মুখোমুখি আলোচনা করা উচিত।  

তিনি বলেন, আগামী বছরের জানুয়ারি মাসে দুই দেশের মধ্যে আলোচনা করতে উত্তর কোরিয়া সরকারের জন্য একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে।

এ বিষয়ে উত্তর কোরিয়ার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।   

সংবাদ সম্মেলনে রিও বলেন, দুই কোরিয়া একত্রীকরণে আলোচনা করতে উত্তর কোরিয়া বা দক্ষিণ কোরিয়ার যে কোনো স্থানে বসতে রাজি আছে দক্ষিণ কোরিয়া।

এর আগে এ বছরের ফেব্রুয়ারি মাসেত দুই দেশের উচ্চ পর্যায়ে একত্রীকরণের বিষয়ে আলোচনা হয়। অক্টোবরে সমঝোতায় বসার কথা থাকলেও উত্তর কোরিয়ার আপত্তির কারণে তা আর বাস্তবে রূপ পায়নি।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।