ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কারাবন্দি বিনিময় করছে রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
কারাবন্দি বিনিময় করছে রাশিয়া-ইউক্রেন ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিমিয়া সংকটে বিদ্রোহী কারাবন্দিতের ‍মুক্তি দিতে সম্মত হয়েছে রাশিয়া ও  ইউক্রেন। সম্প্রতি শনিবার (২৭ ডিসেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম দেশ দুটির কারাবন্দি বিনিময় সংক্রান্ত খবর জানায়।



সংবাদমাধ্যম জানায়, ইউক্রেন কারাগারে আটক ২২২ জন বন্দির মধ্যে ১৪৫ বিদ্রোহী সৈনিককে মুক্তি দেওয়া হচ্ছে। গত এপ্রিলে ইউক্রেনের পূর্বাঞ্চলে আক্রমণের পর এটাই সবচেয়ে বড় বন্দি হস্তান্তর প্রক্রিয়া।

ইউক্রেন প্রেসিডেন্টের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, মুক্তি প্রক্রিয়া চলছে। এরই অংশ হিসাবে শনিবার আরও চারজনকে মুক্তি দেওয়া হচ্ছে।
মুক্তি পাওয়া সৈনিকরা ক্রিসমাস ও নতুন বছর  পরিবারের সঙ্গে উদযাপন করতে পারবেন বলেও জানান তিনি। গত মার্চ থেকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বাস এবং রেল যোগাযোগবিচ্ছিন্ন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭. ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।