ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আমেরিকাকে ‘উড়িয়ে’ দেওয়ার হুমকি উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
আমেরিকাকে ‘উড়িয়ে’ দেওয়ার হুমকি উত্তর কোরিয়ার ছবি: সংগৃহীত

ঢাকা: হলিউড কমেডি মুভি ‘ইন্টারভিউ’ তৈরির পেছনে আমেরিকা সরকারের হাত রয়েছে অভিযোগ করে দেশটিকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এক ঘোষনায় এমন হুমকি দিয়েছে।



সংবাদ সংস্থাটি জানায়, ‘আমরা একটি মুভি প্রযোজনা প্রতিষ্ঠানকে লক্ষ্যস্থল করেছি, এমনটি ভাবা ঠিক হবেনা। বরং আমেরিকার অধীন সব প্রতিষ্ঠান আমাদের লক্ষ্যস্থল, যারা কোরিয়াবসীর জন্য তিক্ত পরিস্থিতি সৃষ্টি করেছে।

ঘোষানায় আরো বলা হয়, আমাদের সেনাবাহিনী এবং জনগণ আমেরিকাকে উড়িয়ে দিতে যেকোন স্থানে যেকোন যুদ্ধে জড়াতে প্রস্তুত’।

‘ইন্টারভিউ’ মুভিটি সনি পিকচারস’ তৈরি করে। কিন্তু মুক্তি পাওয়ার আগেই হ্যাকিংয়ের শিকার হয়ে পরীক্ষামূলক কিছু কপি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এ ঘটনার জন্য কোম্পানটি উত্তর কোরিয়ার হ্যাকারদের দাযী করে আসছে।

মুভিটিতে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং তার শাসনব্যবস্থাকে উপহাস করা হয়েছে। একই সঙ্গে দেশটির প্রেসিডেন্টকে হত্যা করা হয় এমন দৃশ্য সন্নিবেশিত রয়েছে।

ইন্টারভিউ মুভির ট্রেইলার-


বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।