ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাত সন্তানসহ ৮ খুনের অভিযোগে মা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
সাত সন্তানসহ ৮ খুনের অভিযোগে মা গ্রেফতার ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় কেয়ার্নস শহরে সাত সন্তানসহ আট খুনের অভিযোগে মারসেন ওয়ারিয়া (৩৭) নামে এক মায়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দেশটির পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ওই নারী শহরের মানুরা অঞ্চলের নিজ বাসায় ছুরিকাঘাত করে তার সাত সন্তান ও এক ভাগ্নিতে হত্যা করে।

যাদের বয়স দেড় থেকে ১৪ বছরের মধ্যে বলেও জানায় পুলিশ।

পুলিশ আরো জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুদের ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পায় পুলিশ। এসময় মারসেন ওয়ারিয়াকে আহত অবস্থায় উদ্ধার কর‍া হয়।

পরে মারসেন ওয়ারিয়াকে কেয়ার্নস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে গ্রেফতার দেখিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গ্রেফতার ওই নারীর ২০ বছর বয়সী ছেলে শুক্রবার সকালে বাড়ি আসলে শিশুদের ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ছুরিসহ অন্যান্য অস্ত্র উদ্ধার করে তারা।

সেগুলো পরীক্ষা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন থেকে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। সোমবার (২২ ডিসেম্বর) কেয়ার্নস ম্যাজিস্ট্রেট ‍আদালতে এ মামলার শুনানি হবে বলেও জানায় দেশটির পুলিশ।  

এ ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবট এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে অবর্ণনীয় অপরাধ বলে উল্লেখ করেছেন।  
 
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।