ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় নতুন করে ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
গাজায় নতুন করে ইসরায়েলি হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: যুদ্ধবিরতি চুক্তি বলবৎ  থাকার মধ্যেই শনিবার গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

শনিবার গাজার খান ইউনিস এলাকার বাসিন্দারা জানান, তারা দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেরেছেন।

তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে গাজার স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে শনিবারের হামলার ব্যাপারে এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর মুখপাত্র দাবি করেন, শুক্রবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলার জবাবে গাজায় হামাসের সামরিক অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

গত আগস্ট মাসে অস্থায়ী যুদ্ধবিরতির মধ্য দিয়ে শেষ হয়েছিলো ইসরায়েল হামাস সংঘাত। গত গ্রীষ্মে ৫০দিন স্থায়ী ওই ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারায় নারী,শিশু,বৃদ্ধ সহ ২ হাজার একশ’ জন ফিলিস্তিনি। আহত হন কয়েক হাজার। ধ্বংস হয় গাজার সিংহভাগ অবকাঠামো। এছাড়া প্রাণ হারায় ৭০ জন ইসরায়েলিও, যাদের অধিকাংশই সেনা সদস্য।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘন্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।