ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদিকে পেছনে ফেললেন সানি লিওন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
মোদিকে পেছনে ফেললেন সানি লিওন সানি লিওন ও নরেন্দ্র মোদি

ঢাকা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পেছনে ফেলে ভারতে গুগল সার্চে সবচেয়ে জনপ্রিয় নাম সানি লিওন। ২০১৪ সালে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে ভারতীয়রা সবচেয়ে বেশি খুঁজেছেন এই ইন্দো-কানাডিয়ান পর্নস্টারকে।

তারপর নরেন্দ্র মোদীকে।

এবার নিয়ে পরপর তিনবার গুগল সার্চে শীর্ষস্থান ধরে রাখলেন সানি লিওন।
গতকাল গুগল এ বছর তাদের সার্চ ইঞ্জিন ব্যবহার করে দেশ ভিত্তিক তাদের শীর্ষ অনুসন্ধানবিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে।

সেখানে দেখা যায়, সালমান খান, ক্যাটরিনা, দীপিকা পাডুকোন, আলিয়া ভাট, প্রিয়াংকা চোপড়া এবং শাহরুখ খানের চেয়ে জনপ্রিয় সানি লিওন ও নরেন্দ্র মোদী।   

তালিকায় পর্যায়ক্রমে মোদীর পরে রয়েছেন সালমান খান (তৃতীয়), শাহরুখ খান (চতুর্থ), ক্যাটরিনা কাইফ (পঞ্চম), দীপিকা পাডুকোন (ষষ্ঠ),  প্রিয়াংকা (সপ্তম), আলিয়া ভাট (অষ্টম), পুনম পান্ডে (নবম) ও বিরাট কোহলি (দশম)।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।