ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রগামী প্লেনের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
যুক্তরাষ্ট্রগামী প্লেনের জরুরি অবতরণ ছবি : সংগৃহীত

ঢাকা: যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রগামী একটি যাত্রীবাহী প্লেন টোকিও বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় প্লেনের পাঁচ যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



সংবাদমাধ্যম জানায়, আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি প্লেন দক্ষিণ কোরিয়ার ইনচন থেকে ডালাস যাচ্ছিল। পথে টার্বুলেন্স সমস্যা দেখা দিলে প্লেনটি টোকিও বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। এতে প্লেনটির পাঁচ যাত্রী আহত হয়েছেন।

উড্ডয়নের ৭৫ মিনিট পর এ ঘটনা ঘটে।

এ বিষয়ে এয়ারলাইন্সটির কর্মকর্তারা জানান, প্লেনের চিকি‍ৎসকরা সব যাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। চার যাত্রী ও এক ক্রু’র স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

প্লেনের এক যাত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে জানায়, হঠাৎ দেখতে পাই আমাদের সামনের খাবার বাতাসে ভাসছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।