ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবারের মিস ওয়ার্ল্ড দক্ষিণ আফ্রিকার রোলেনে স্ট্রাউস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
এবারের মিস ওয়ার্ল্ড দক্ষিণ আফ্রিকার রোলেনে স্ট্রাউস রোলেনে স্ট্রাউস

ঢাকা: চোখ ধাঁধানো নানা রঙের আলোর ঝলকানি আর আয়োজনে বিশ্ব সুন্দরীদের মধ্য থেকে মিস ওয়ার্ল্ড-২০১৪ এর সেরার মুকুট  মাথায় পরলেন দক্ষিণ আফ্রিকার রোলেনে স্ট্রাউস।

লন্ডনের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় (১৪ ডিসেম্বর) গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে সেরা পাঁচের চারজনকে টপকে জয়ী হন তিনি।



গতবারের মিস ওয়ার্ল্ড ফিলিপাইনের সুন্দরী মেগান ইয়ং তাকে মুকুট পরিয়ে দেন।

রোলেনে স্ট্রাউস এবার ১২১জন প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড খেতাব লাভ করেছেন।

প্রতিযোগিতায় রানার আপ হয়েছেন হাঙ্গেরির এডিনা ক‍াল্কজার এবং তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের সুন্দরী এলিজাবেথ সাফরিট।
 
মিস ওয়ার্ল্ড-২০১৪ এর টপ পাঁচে ছিলেন- হাঙ্গেরির এডিন কুল্কজার, অস্ট্রেলিয়ার কোর্টনি থর্প, দক্ষিণ আফ্রিকা রোলেনে স্ট্রাউস, যুক্তরাষ্ট্রের এলিজাবেথ সাফরিট এবং ইংল্যান্ডের কারিনা টাইরেল।

তবে মালয়েশিয়ার তরুণী দেওয়ি লায়ানা সেরিয়েস্থা দর্শক ভোটে সরাসরি সেরা ছয়-এ স্থান করে নিয়েছেন।

এদিকে সেমি-ফাইনালে শীর্ষে থাকলেও টপ পাঁচ থেকে বাদ পড়েন এবারের মিস ওয়ার্ল্ডে অংশ নেওয়া ভারতের প্রতিযোগী কোয়েল রানা।

তবে ‘বিউটি উইথ এ পারপাজ’ এবং ওয়ার্ল্ড ফ্যাশন ডিজাইনার অ্যাওয়ার্ড‘ লাভ করেছেন এই ভারতীয় সুন্দরী।

প্রতিযোগিতায় বিচারক প্যানেলের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন সাবেক রেড ক্রস কর্মী জুলিয়া মর্লি, ফ্রান্সের রুডি সেলস, ভ্যারাইটি ইন্টারন্যাশনাল বোর্ড মেম্বার মার্সা রে র্যাটক্লিফ, খ্যাতিমান ইংরেজ সুরকার টনি হ্যাটচ, মিস ওয়ার্ল্ড-২০০৭ ঝাং ঝিলিন, মিস ওয়ার্ল্ড ২০০১ আগবানি দেরেগো,

মিস ওয়ার্ল্ড ২০০৯ কায়ানি অ্যালডোরিনো এবং মিস ওয়ার্ল্ড ২০০২ আজরা আকিন।

বাংলাদেশ সময়: ০৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।