ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে জঙ্গি হামলায় যৌথবাহিনীর ১০ সেনা সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, জুন ৮, ২০১০

কাবুল: আফগানিস্তানে সোমবার জঙ্গিদের পৃথক হামলায় যৌথ বাহিনীর ১০ সেনা সদস্য নিহত হয়েছেন।

এর মধ্যে পূর্ব আফগানিস্তানে হামলায় নিহত হন পাঁচ মার্কিন সেনা।

অপর হামলাটি হয় দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলে। এতে নিহত হয়েছেন যৌথ বাহিনীর পাঁচ সদস্য। খবর বিবিসি ও সিএনএন’র।

ন্যাটো’র আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী (আইএসএএফ) পাঁচ মার্কিন সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

তবে এ ঘটনার বিস্তারিত কিছু জানা যায়নি।

কয়েকদিন আগে আফগানিস্তান সরকার জঙ্গিদের শান্তি আলোচনায় আনতে তিন দিনব্যাপী ‘পিস জিরগা’ বা শান্তি সম্মেলন করে।

বাংলাদেশ স্থানীয় সময়: ০৯৪৭ ঘণ্টা, জুন ০৮, ২০১০
আরআর/কেএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।