ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রাণজাহাজ ‘র‌্যাচেল কোরি’র আটক মানবাধিকার কর্মীদের ফেরত পাঠাচ্ছে ইসরায়েল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, জুন ৬, ২০১০

জেরুজালেম: গাজা উপকুলে অবরোধ উপেক্ষা করা ত্রাণবাহী জাহাজ র‌্যাচেল কোরির আটক মানবাধিকারকর্মীদের শিগগিরই ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল।

জাহাজের ১১ প্রচারকর্মী ও ৮ জন ক্রু এ সংক্রান্ত কাগজে স্বাক্ষর করেছেন।

অধিকাংশই আজ রোববার নিজ নিজ দেশের উদ্দেশ্যে ইসরায়েল ত্যাগ করবেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বাকিরা জর্দান হয়ে নিজ নিজ দেশে ফিরবেন।

ইসরায়েলের নিরাপত্তা বাহিনী শনিবার আয়ারল্যান্ডের ত্রাণবাহী নৌযান র‌্যাচেল কোরি দখলে নেয়। তবে এ অভিযান শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এদিকে গাজা উপকুলে অবরোধ ভাঙ্গার উদ্দেশ্যে সাইপ্রাস-ভিত্তিক ‘ফ্রি গাজা মুভমেন্ট’ আবারও ত্রাণবাহী জাহাজ পাঠাবে বলে ঘোষণা দিয়েছে।

গাজা অভিমুখী অপর কয়েকটি নৌযান বহরে ইসরায়েলি হামলায় মানবাধিকারকর্মীসহ ৯ জন নিহত হবার কয়েকদিন পর এ ঘটনা ঘটলো। নিহত ওই ৯ জন মানবাধিকারকর্মীর মরদেহের ময়নাতদন্তের পর নিহতদের দেহে মোট ৩০টি বুলেট পাওয়া গেছে বলে গতকাল শনিবার তুরস্কের কর্মকর্তারা জানান। এদের মধ্যে একজনের মাথায় চারবার গুলি করা হয়েছে।

এ ঘটনায় বিশ্বজুড়ে ইসারয়েলের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। এ নৃশংস ঘটনার কারণে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটে। কেননা, নিহতদের ৯ জনই ছিলেন তুরস্কের নাগরিক। তবে আত্মরক্ষার্থে হামলা চালানো হয় বলে ইসরায়েল বরাবরই দাবি করে আসছে।

জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এ হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের পরিকল্পনা করছেন বলে জানিয়েছে ইসরায়েল। নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জিওফ্রে পালমারকে এ প্যানেলের প্রধান হিসেবে নিয়োগ করা হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তদন্ত কমিশনে ইসরায়েল, তুরস্ক ও মার্কিন প্রতিনিধিও থাকবেন।
তবে এ বিষয়ে মহাসচিবের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ইসরায়েল এ তদন্তের বিরোধিতা করলেও এ বিষয়ে চাপ বেড়েই চলেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৩০ ঘন্টা, ৬ জুন, ২০১০
এনজে/এএইচএস/জেএম


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।