ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘মিথ্যা খবর’ প্রচারের অভিযোগে নাইজারে বিবিসির সম্প্রচার স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
‘মিথ্যা খবর’ প্রচারের অভিযোগে নাইজারে বিবিসির সম্প্রচার স্থগিত

‘মিথ্যা খবর’ প্রচারের অভিযোগে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বিবিসিকে তিন মাসের জন্য কার্যক্রম রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে দেশটির যোগাযোগ মন্ত্রী সিদি মোহাম্মদ রালিউ ‘সামাজিক শান্তি বিঘ্নিত করা এবং সেনাদের মনোবল দুর্বল করার’ উদ্দেশ্যে বিবিসির বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য’ প্রচারের অভিযোগ আনেন।

  

‘বুর্কিনা ফাসোর সীমান্তের কাছে চাতুমানে গ্রামে একটি হামলায় কয়েক ডজন সেনা ও বেসামরিক মানুষ নিহত হয়েছেন’ বিবিসির এমন একটি প্রতিবেদনকে কেন্দ্র করে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।  

তবে দেশটির সামরিক প্রশাসন জানায়, ওই ঘটনায় শুধুমাত্র ১০ জন সেনা নিহত হয়েছে। খবর আনাদোলু

স্থানীয় রেডিও স্টেশনগুলোকে পাঠানো এক চিঠিতে রালিউ বিবিসির অনুষ্ঠান সম্প্রচার ‘তাৎক্ষণিকভাবে বন্ধ করার’ নির্দেশ দিয়েছেন।

বিবিসি স্থানীয় রেডিও পার্টনারদের মাধ্যমেও তাদের অনুষ্ঠান সম্প্রচার করে থাকে।

দেশটির প্রশাসন আরও জানিয়েছে, রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালের (আরএফআই) বিরুদ্ধে ‘গণহত্যা উসকে দেওয়া’ এবং ‘তথ্য বিকৃতির একটি বড় প্রচারণা চালানোর’ অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।