রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পদচ্যুত সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতার পাশাপাশি দেশও ছেড়েছেন।
এর আগে তিনি সংঘাতে জড়িত অন্য অংশীদারদের সঙ্গে আলোচনা করে ক্ষমতার শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তরের নির্দেশনা দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে রাশিয়া সেই আলোচনায় জড়িত ছিল না। সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটিগুলো উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, তবে সেগুলো কোনো হুমকিতে নেই।
রাশিয়া বলছে, সিরিয়ার সব বিরোধী গোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। দেশটি বাশার আল-আসাদের প্রধান মিত্র। আসাদ ক্ষমতায় থাকার সময়ে দেশটি তাকে সামরিক সহায়তা দেয়।
এর আগে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলো দামেস্কের দখল নেয়। পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
বিদ্রোহীরা রাষ্ট্রীয় টিভি চ্যানেলে জয়ের ঘোষণার পাশাপাশি অন্তর্বর্তী সরকার প্রক্রিয়াকে সহজ করার প্রতিশ্রুতি দিয়েছে।
বিদ্রোহীদের দামেস্ক দখলের মধ্য দিয়ে আসাদ পরিবারের অর্ধ শতাব্দীর শাসনের ইতি ঘটল।
ব্যক্তিগত একটি উড়োজাহাজে দামেস্ক ছাড়েন বাশার আল-আসাদ। তিনি ২৪ বছর সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তবে তিনি কোথায় পালিয়েছেন, সেই তথ্য এখনও অজানা।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
আরএইচ