ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় হাসপাতাল-শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৫০ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
গাজায় হাসপাতাল-শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৫০ 

ইসরায়েলি হামলায় গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ছয় শিশু ও পাঁচ নারীসহ ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা'র বতার দিয়ে এই খবর জানিয়েছে আল জাজিরা।

 

অপর দিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, উত্তরের গাজার বেইত লাহিয়ায় কামাল আদওয়ান হাসপাতাল সংলগ্ন ইন্দোনেশিয়ান হাসপাতাল ইসরায়েলি হামলার শিকার হয়েছে, যেখানে অবরুদ্ধ কামাল আদওয়ান হাসপাতালের কাছে একাধিক বিমান হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে।

উত্তরের গাজার কামাল আদওয়ান হাসপাতালের নার্সিং পরিচালক ডা. ঈদ সাব্বাহ আল জাজিরাকে জানিয়েছেন, শুক্রবার (৬ ডিসেম্বর) ইসরায়েলি বাহিনীর হাসপাতালটিতে সর্বশেষ হামলায় প্রায় ৩০ জন নিহত হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই উত্তরের গাজার কামাল আদওয়ান হাসপাতাল ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার শিকার হয়েছে।

তিনি বলেন, আজ (৬ ডিসেম্বর) সকালে যা ঘটেছে তা হলো ইসরায়েলি ট্যাঙ্কগুলি খুব দ্রুত গতিতে হাসপাতালের মাত্র ৫০ মিটারের মধ্যে চলে আসে। যাদের আমরা চিনতাম না; এমন কিছু লোক, বিভিন্ন পোশাক পরে এবং অস্ত্র ও স্পিকার নিয়ে হাসপাতালে প্রবেশ করেছিল।  

তারা হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া এবং তার সহকর্মীদেরকে রোগী এবং চিকিৎসা কর্মীসহ পুরো হাসপাতাল খালি করতে বলেছিল। তারা তাদের ট্যাঙ্কগুলোর পেছনে চলে যেতে বলেছিল।

তাদের এই নির্দেশের পরপরই, যেখানে সকল রোগী ও আহতদের সরিয়ে নেওয়া হয়েছিল, এই অপারেশনে হাসপাতালের ভেতরে ৩০ জন নিহত হয়, যার মধ্যে চারজন স্টাফ সদস্যও ছিলেন। তাদের গুলি করে হত্যা করা হয়।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে কমপক্ষে ৪৪ হাজার ৬১২ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫ হাজার ৮৩৪ জন আহত হয়েছে। পাশাপাশিস লেবাননেইসরায়েলি হামলায় কমপক্ষে ৪ হাজার ৪৭ জন নিহত এবং ১৬ হাজার ৬৩৮ জন আহত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।