ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

খাঁ খাঁ করছে কমলার সমাবেশস্থল, ফাঁকা পড়ে আছে চেয়ার

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
খাঁ খাঁ করছে কমলার সমাবেশস্থল, ফাঁকা পড়ে আছে চেয়ার

নির্বাচনী রাতে নিজেকে বিজয়ী ঘোষণা করে ফ্লোরিডায় বিজয়ী ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প। তার সামনে ছিল সমর্থকদের ভিড়।

কিন্তু উল্টো চিত্র দেখা গেল ওয়াশিংটন ডিসিতে কমলা হ্যারিসের নাইট পার্টিস্থলে।

ভাইস প্রেসিডেন্ট কমলার হাওয়ার্ড ইউনিভার্সিটিতে জনতার উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু যখন স্পষ্ট হলো যে তা হবে না, তখন সেখানে জমায়েত হওয়া লোকেরা বাড়ি ফিরে যান—ফলে খালি চেয়ার এবং পরিত্যক্ত পতাকা পড়ে থাকতে দেখা যায়।

সিএনএন এর আগে জানিয়েছিল, কমলা হ্যারিসের নির্বাচনী রাতের অনুষ্ঠান ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এর আগে দিনের বেলায় তিনি রেডিও সাক্ষাৎকারের মাধ্যমে সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করবেন। পারিবারিক ডিনারেও অংশ নেওয়ার কথা ছিল তার।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে তিনি বিজয়ী ভাষণও দিয়েছেন।  

মঙ্গলবার রাতে ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণার ওয়াচ পার্টিতে হাজির হন ট্রাম্প। তার সঙ্গে মঞ্চে উপস্থিত হন তার রানিংমেট জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও তার প্রচারণা দলের সদস্যরা।  

তবে এখনো প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট পাননি ডোনাল্ড ট্রাম্প।

ফ্লোরিডায় ভাষণমঞ্চে দাঁড়িয়ে ভোটারদের ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ৪৭ ও ৪৫তম প্রেসিডেন্ট হওয়ার অসাধারণ সম্মান দেখানোর জন্য আমি আমেরিকান জনগণকে ধন্যবাদ জানাতে চাই।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।