ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পেনসিলভানিয়ায় জিতলেই নির্বাচনে জিতে যাব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
পেনসিলভানিয়ায় জিতলেই নির্বাচনে জিতে যাব: ট্রাম্প

মার্কিন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্প থেকে মাত্র ২০ ইলেক্টোরাল ভোট পেছনে কমলা।

তবে এর আগে ট্রাম্প আশা প্রকাশ করেন, পেনসিলভানিয়ায় জিতে গেলে, দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন তিনি।  

মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে ফিলাডেলফিয়ার একটি রেডিওকে এসব কথা বলেন ট্রাম্প। এসময় রিপাবলিকান ভোটারদের ভোটের লাইনে অবস্থান করার অনুরোধ করেন তিনি।

রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই দেশকে অন্য যেকোনো সময়ের চেয়ে মহান করতে চলেছি, কিন্তু আমাদের লাইনে থাকতে হবে। এবং তাদের আপনাকে বিপদে ফেলার সুযোগ দেবেন না। ভোট দিন এবং আপনাদের এর সম্পূর্ণ আইনি অধিকার আছে। কারণ, যদি আমরা পেনসিলভানিয়ায় জিতে যাই, তবে আমরা পুরোটা জিততে চলেছি। আমরা সবকিছু জিতব। ’

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সর্বশেষ আপডেট (বুধবার, সকাল ১১ টা ১০ মিনিট) বলছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩০ ইলেক্টোরাল ভোট। ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১০ ইলেক্টোরাল ভোট।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল কলেজ ৫৩৮। একজন প্রার্থীর জয়ের জন্য প্রয়োজন ২৭০ ভোট।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সবার আগে ভোট শেষ হয় কেন্টাকিতে। এরপর ইন্ডিয়ানা রাজ্যের ভোট শেষ হয়। তারপর থেকেই ভোটবুথগুলো থেকে ফলাফল আসতে শুরু করে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪  
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।