ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আরব আমিরাতে ঈদের ছুটি টানা ৯ দিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৪
আরব আমিরাতে ঈদের ছুটি টানা ৯ দিন

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।  গত ১৮ মার্চ দেশটির মহাকাশ গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সংস্থা’ জানিয়েছিল, আগামী ১০ এপ্রিল দেশটিতে ঈদুল ফিতর পালিত হতে পারে।

এবার ঈদের ছুটি ঘোষণা করে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই ধনী দেশ। আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবারের ঈদে টানা ৯ দিন ছুটি পাচ্ছেন আমিরাতের সরকারি চাকরিজীবীরা।

খালিজ টাইমস জানিয়েছে, রোববার (৩১ মার্চ) আমিরাত সরকার দেশটিতে আগামী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যপ্ত ঈদের ছুটি ঘোষণা করেছে। ১৫ এপ্রিল (সোমবার) থেকে নিয়মিত কাজের সময় আবার শুরু হবে৷ তবে ৬ ও ৭ এপ্রিল আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি এর সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ ঈদুল ফিতরে সরকারি ছুটি ৯ দিন।

প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদ দেখা যাক বা না যাক, আনুষ্ঠানিকভাবে ছুটি ৮ এপ্রিল শুরু হবে।  

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর লম্বা ঈদের ছুটিতে এবার অনেকে দেশের বাইরে ঘুরে আসার সুযোগ পাবেন।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।