ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদির শুভেচ্ছায় ধন্যবাদ জানালেন শেহবাজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
মোদির শুভেচ্ছায় ধন্যবাদ জানালেন শেহবাজ

পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৃহস্পতিবার (৭ মার্চ) তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে অভিনন্দন জানানোর জন্য তার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন।

গত সোমবার (৪ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৭২ বছর বয়সী শেহবাজ শরিফ।

ভোট কারচুপির ও অনিয়মিত নির্বাচনের প্রায় এক মাস পর অর্থ সংকটে থাকা দেশটির দ্বিতীয়বারের মতো লাগাম ধরলেন শেহবাজ।

শরিফ এক্স-এ একটি পোস্টে লিখেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আমার নির্বাচনে অভিনন্দন জানানোর জন্য নরেন্দ্র মোদি আপনাকে ধন্যবাদ।

গত ৩ মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদ সদস্যদের ভোটে দেশটির ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেহবাজ শরিফ। তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর বর্তমান সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।

সূত্র: ইন্ডিয়া টুডে

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।