ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোসাদের কাছে তথ্য বিক্রির অভিযোগে তুরস্কে আটক ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
মোসাদের কাছে তথ্য বিক্রির অভিযোগে তুরস্কে আটক ৭

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে তথ্য বিক্রির অভিযোগে সাত ব্যক্তিকে আটক করেছে তুরস্কের পুলিশ। খবর আল জাজিরার।

 

মঙ্গলবার সন্দেহভাজনদের হেফাজতে নেয় পুলিশ। ইস্তানবুলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে এক্স হ্যান্ডলে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।  

আটকরা তুরস্কে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে বিক্রি করছিলেন। এমনটি বলেন ইয়ারলিকায়া। তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) এসব যৌথ অভিযান চালায়।

তিনি বলেন, আমরা কখনই আমাদের দেশের সীমানার মধ্যে গুপ্তচরবৃত্তির তৎপরতা চালাতে দেব না। একে একে আমরা তাদের ধরে আইনের আওতায় আনব।

মন্ত্রীর প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, পুলিশ ইস্তানবুলের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে এবং বন্দুক, মাদক ও  ইলেকট্রনিক ডিভাইস জব্দ করছে।
 
কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কর্তৃপক্ষ অতিরিক্ত কোনো তথ্য দেয়নি।

ইসরায়েলও তাৎক্ষণিকভাবে অভিযান নিয়ে কোনো মন্তব্য করেনি।  

গেল মাসে আরও সাতজনকে একই অপরাধে গ্রেপ্তার করা হয়। জানুয়ারির শুরুতে তুরস্কের পুলিশ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করে।  

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।