ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কেনিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ২, আহত ২০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
কেনিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ২, আহত ২০০

কেনিয়ার রাজধানী নাইরোবিতে গ্যাসবোঝাই একটি ট্রাকে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে দুইজন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছে।

শুক্রবার সরকারের মুখপাত্র আইজ্যাক মাইগুয়া মাওয়াউরা বলেছেন, বিস্ফোরণের পর আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট করেছেন যাতে তিনি বলেছেন, বৃহস্পতিবার গভীর রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ থেকে লাগা আগুনে ছোট এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিছু আবাসিক ভবনেরও ক্ষতি হয়েছে।

এর আগে কেনিয়ার রেড ক্রস প্রায় ৩০০ জন আহত হওয়ার কথা জানিয়েছিল।

বৃহস্পতিবার রাতে রাজধানীর দক্ষিণ-পূর্বে এমবাকাসি পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সরকারের মওয়াউরা বলেছেন, পুলিশ ক্ষতিগ্রস্ত এলাকাটি ঘিরে রেখেছে, তবে কিছু লোককে তাদের জিনিসপত্র সংগ্রহ করতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাইয়ের চেষ্টা করতে দেখা যায়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। উদ্ধার অভিযান এবং অন্যান্য হস্তক্ষেপ প্রচেষ্টার সমন্বয় করতে সাহায্য করার জন্য একটি টিম ঘটনাস্থলে রয়েছে।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।