ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৫

ব্রাজিলে একটি ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।

বলে জানিয়েছে দেশটির দমকলকর্মীরা।

সোমবার (৮ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির দমকলকর্মীরা। খবর এপির।

এর আগে, রোববার (৭ জানুয়ারি) স্থানীয় সময় গভীর রাতে বাহিয়া রাজ্যের রাজধানী সালভাদর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে গাভিয়াও পৌরসভার কাছে সাও হোসে ডো জ্যাকুইপ শহরের একটি হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সংবাদপত্র ফোলহা দে এস পাওলো এর বরাত দিয়ে এপি জানিয়েছে, পর্যটকবাহী ওই মিনিবাসটি বাহিয়ার উত্তর উপকূলে গুরাজুবা সমুদ্র সৈকতে ভ্রমণের পর জ্যাকোবিনা শহরের দিকে ফিরে যাচ্ছিল।

আউটলেটটি ফেডারেল হাইওয়ে পুলিশ বলছে, বাসটি যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটির জ্যাকোবিনা পৌরসভা।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।