ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি বোমাবর্ষণে গাজায় এক পরিবারের ১৪ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
ইসরায়েলি বোমাবর্ষণে গাজায় এক পরিবারের ১৪ সদস্য নিহত ইসরায়েলি হামলায় গাজায় ধ্বংস হয়ে যাওয়া ভবন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাতভর ইসরায়েলের বোমাবর্ষণে এক পরিবারের ১৪ সদস্যের প্রাণ গেছে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি অঞ্চলের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন উপত্যকাটির অন্যান্য স্থান থেকে আসা বাস্তুচ্যুত লোকেরা।  

আল জাজিরা বলছে, তারা খবর পেয়েছে, সালাহ পরিবারের ওই বাড়িতে ইসরায়েলি হামলায় ১৪ সদস্য নিহত হন। বেশ কয়েকজন আহত হয়েছেন।  
 
৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন। জবাবে হামাস শাসিত গাজায় ইসরায়েল বিমান হামলা শুরু করে। কদিনের যুদ্ধবিরতি ছাড়া হামলা চলছেই।

যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি হামলায় গাজায় ২২ হাজার ৩১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৭ হাজার ২৯৬ জন।  

৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে এক হাজার ১৩৯ জন। তবে শুরুতে সংখ্যা আরও বেশি বলা হয়েছিল।  

এদিকে লেবানন সীমান্তে লড়াইয়ের মধ্যে বুধবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ৯ সদস্য নিহত হয়েছেন। হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহ বলেন, তার যোদ্ধারা যুদ্ধ নিয়ে ভয়ে নেই। তবে সালেহ আল-আরৌরি নিহত হওয়ার পর তার বাহিনী হামলা বাড়াবে, এমন ঘোষণা এড়িয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।