ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিকল নৌকার ইঞ্জিন, সাগরে বহু রোহিঙ্গার প্রাণহানির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
বিকল নৌকার ইঞ্জিন, সাগরে বহু রোহিঙ্গার প্রাণহানির শঙ্কা

ভারত মহাসাগরে একটি নৌকার ইঞ্জিন বিকল হয়ে বহু রোহিঙ্গা শরণার্থীর প্রাণ যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আল জাজিরা জানিয়েছে, নৌকাটি বাংলাদেশ থেকে ছেড়ে এসেছিল।

 

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) শনিবার বলেছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ১৮৫ রোহিঙ্গার একটি দল বিপদে পড়েছে। তাদের উদ্ধার করা অতি জরুরি। এদের বেশিরভাগই নারী ও শিশু।

বিপদে পড়া রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশের জনবহুল শরণার্থী ক্যাম্পগুলো থেকে পালিয়েছেন। ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে ক্যাম্পগুলোতে আশ্রয় নেন প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা নাগরিক। সামরিক বাহিনী মুসলিম সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন শুরু করে, তাদের বাড়িঘর সম্পদ সব জ্বালিয়ে দেয়।

সামরিক বাহিনী রোহিঙ্গা গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার একটি মামলা জাতিসংঘের সর্বোচ্চ আদালতে বিচারাধীন।  

ইউএনএইচসিআর বলছে, যাত্রীদের একজন ইতোমধ্যে মারা গেছেন, অনেকের অবস্থা গুরুতর।

ইউএনএইচসিআর সতর্ক করে দিয়েছে, সময়মতো উদ্ধার ও নিরাপদ স্থানে তাদের নেওয়া না হলে আরও অনেকে মারা যেতে পারেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।