ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালির পাঠানো মানবিক সহায়তা ঢুকছে গাজায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
ইতালির পাঠানো মানবিক সহায়তা ঢুকছে গাজায়

ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজায় সহায়তা পাঠিয়েছে ইতালি। দেশটির এসব সহায়তা অবরুদ্ধ উপত্যকায় ঢুকেছে বলে জানিয়েছেন ইতালীয় পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) লাইভ আপডেট প্রোগ্রামে এ তথ্য জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইতালির সহায়তা পৌঁছেছে।

আন্তোনিও তাজানি বলেছেন, ১৬ টন মানবিক সহায়তা বহনকারী দুটি সি-১৩০ সামরিক বিমান গাজার জন্য পাঠিয়েছে ইতালি।

নিজ দেশের পার্লামেন্টের যৌথ পররাষ্ট্র বিষয়ক ও প্রতিরক্ষা কমিটিকে তিনি জানিয়েছেন, ইতালির পাঠানো এ সহায়তা মিশর সীমান্তের রাফাহ ক্রসিং দিয়ে গাজায় ঢুকবে।

গত বৃহস্পতিবার প্যারিসে গাজার জন্য আর্থিক সংস্থান জোগাড় ও উপত্যকাটিতে সহায়তা দেওয়ার উপায় খুঁজে পেতে বৈঠক করেন বিশ্ব নেতারা। গাজার চিকিৎসা পরিকাঠামো দ্রুত ধসে পড়ার কারণে গুরুতরভাবে আহতদের বের করে আনার ব্যাপারেও তারা আলাপ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।