ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধ শুরুর পর এই প্রথম কথা বলবেন পুতিন-নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
যুদ্ধ শুরুর পর এই প্রথম কথা বলবেন পুতিন-নেতানিয়াহু

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর এই প্রথম কথা বলতে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ক্রেমলিন মুখপাত্র এমনটি জানিয়েছেন।

ভ্লাদিমির পুতিন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ এল-সিসির সঙ্গেও কথা বলতে যাচ্ছেন। খবর আল জাজিরা।

গেল ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এরপর ইসরায়েলও গাজায় পাল্টা হামলা শুরু করে। এক পর্যায়ে ইসরায়েল গাজা অবরুদ্ধ করে, সেখানে খাবার, পানি, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ইতোমধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে কথা বলেছেন।  

হামাস-ইসরায়েল সংঘাত নিয়ে পুতিন গেল সপ্তাহে প্রথম মন্তব্য করেন। ইসরায়েল ও গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।  

তখন তিনি বলেছিলেন, ইসরায়েল-গাজা সংঘাত ওয়াশিংটনের ‘মধ্যপ্রাচ্য নীতির ব্যর্থতাকে’ তুলে ধরছে।  

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ছাড়াও সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন।

পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও ইসরায়েল সফর করেছেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।