ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি তাণ্ডবে বাস্তুচ্যুত গাজার সোয়া লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
ইসরায়েলি তাণ্ডবে বাস্তুচ্যুত গাজার সোয়া লাখ মানুষ

তৃতীয় দিনের মত ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে হামাস। বিপরীতে গাজায় পাল্টা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘ বলছে গাজার আবাসিক ভবন ও বেসামরিক বিল্ডিংকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ লাখ ২৩ হাজার ৫৩৮ জন ফিলিস্তিনি। হামলার মুখে বাড়িঘর ছেড়ে স্কুল ভবনে আশ্রয় নিচ্ছেন ফিলিস্তিনিরা। গাজার প্রায় ৬৪টি স্কুল ভবন এখন আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। তবে ইসরায়েলি হামলায় একটি খালি স্কুল ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।    

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় জানাচ্ছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট ১৫৯টি আবাসন ইউনিট ধ্বংস হয়েছে এবং ১ হাজার ২১০টি গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে।

এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় দক্ষিণ গাজায় একই পরিবারের প্রায় ২২ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আবু দাক্কা পরিবারের বাড়িটি ইসরায়েলি হামলা শিকার হয়। এতে একই পরিবারের অন্তত ২২ জন সদস্য নিহত হন। নিহতদের মধ্যে সাত শিশুও রয়েছে। বেসামরিক উদ্ধারকারী দলগুলো এখনও ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা পরিবারের ছয় সদস্যকে উদ্ধারের চেষ্টা করছে। খবর আল জাজিরা।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা,অক্টোবর ৯,২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।