ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চার নভোচারীকে মহাকাশে পাঠাল নাসা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
চার নভোচারীকে মহাকাশে পাঠাল নাসা

নাসা স্পেসএক্সের এক মহাকাশযানে করে চার নভোচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠাচ্ছে। ইতোমধ্যে যাত্রা শুরু করে দিয়েছে যানটি।

 

ক্রু-৭ মিশনের নেতৃত্বে রয়েছেন আমেরিকান জেসমিন মোগবেলি। সঙ্গে রয়েছেন ডেনমার্কের মোগেনসেন, জাপানের ফুরুকাওয়া ও রাশিয়ার কনস্টান্টিন বোরিসভ।  

স্পেসএক্সের ড্রাগন নামে মহাকাশযানটিকে বহন করে নিয়ে যাচ্ছে ফ্যালকন ৯। শনিবার স্থানীয় সময় রাত ৩টা ২৭ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স থেকে রকেটটি ছেড়ে যায়।  

এই উৎক্ষেপণ দেখতে প্রায় ১০ হাজার মানুষ জড়ো হয়। পরে নাসা এক্সে (আগে টুইটার নামে পরিচিত) তাদের যাত্রা শুরুর বিষয়টি জানায়।  

ফ্যালকন ৯ রকেট থেকে ড্রাগন ক্রাফটটি আলাদা হওয়ার পরপরই মিশন কন্ট্রোল রুমে উদযাপনের শব্দ শোনা যায়।

ড্রাগন আলাদা হওয়ার পর মোগবেলি বলেন, চার দেশ থেকে আসা চারজন এই যানে রয়েছি। তবে আমরা একটি দল হিসেবে একই মিশনে রয়েছি।  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।