ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় যাত্রীবাহী বাস লক্ষ্য করে বিস্ফোরণ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
সোমালিয়ায় যাত্রীবাহী বাস লক্ষ্য করে বিস্ফোরণ, নিহত ৬

সোমালিয়ার রাজধানীর বাইরে অঞ্চলে একটি যাত্রীবাহী বাসকে লক্ষ্য করে ঘটানো বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই খবর দিয়েছে।

সোমালি বার্তা সংস্থা লোয়ার শাবেলে অঞ্চলের গভর্নর মোহম্মদ ইব্রাহিমকে উদ্ধৃত করে বুধবার বলেছে, কোরিয়োলে ও মারকা জেলার মধ্যকার সড়কে এই হামলার ঘটনা ঘটে। এতে আরও ১২ জন আহত হয়েছেন।  

ইব্রাহিম বলেন, একটি সশস্ত্র গোষ্ঠী এই বিস্ফোরণ ঘটিয়েছে। বার্তা সংস্থাটি এক্সে (আগের টুইটার) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা।  

ইব্রাহিম এ কথা বলেননি যে, কোন গোষ্ঠী এই হামলা ঘটিয়েছে। আল-কায়েদার সঙ্গে যুক্ত আল-শাবাবা এর আগে এ ধরনের বিভিন্ন হামলার ঘটনার দায় স্বীকার করেছে।

গোষ্ঠীটি ২০০৬ সাল থেকে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের পতন এবং ইসলামিক আইনের কঠোর ব্যাখ্যার ভিত্তিতে নিজস্ব শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে।
 
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।