ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার ঘাঁটি ধ্বংসের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জুন ২১, ২০২৩
রাশিয়ার ঘাঁটি ধ্বংসের দাবি ইউক্রেনের

পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার সেনাদের পরাস্ত করা হচ্ছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার (২০ জুন) রাতের ভিডিওবার্তায় জেলেনস্কি জানিয়েছেন, পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে রাশিয়া যেসব অঞ্চল দখল করে রেখেছিল, তার বেশ কিছু জায়গা পুনর্দখল করা সম্ভব হয়েছে।

ইউক্রেনের সেনার সামনে পরাস্ত হচ্ছে রাশিয়ার সেনা।

অন্যদিকে রাশিয়ার অভিযোগ, পুনর্দখল অভিযান চালাতে গিয়ে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন শহর এবং গ্রামে হামলা চালাচ্ছে।

মঙ্গলবার ইউক্রেনের ড্রোন হামলায় এক রুশ নারীর মৃত্যু হয়েছে, চারজন গুরুতর আহত হয়েছেন।

যদিও ইউক্রেন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

জেলেনস্কির বলেন, সন্ত্রাসীদের রুখতে একমাত্র রাস্তা তাদের ধ্বংস করা। তাদের এমন শিক্ষা দিতে হবে যেন তারা আর ভুল করেও ইউক্রেনের দিকে ফিরে না তাকায়।

গত দুই সপ্তাহ ধরে পাল্টা আক্রমণ শুরু করেছে কিয়েভ। যদিও প্রথমদিকে এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করছিলেন না জেলেনস্কি। সম্প্রতি তিনি মুখ খুলতে শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।