ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়া উপসাগরে ৬.৪ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
ক্যালিফোর্নিয়া উপসাগরে ৬.৪ মাত্রার ভূমিকম্প

ক্যালিফোর্নিয়া উপসাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।

ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রোববার (১৮ জুন) এই ভূমিকম্পটি আঘাত হানে।

ইএমএসসি জানিয়েছে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

মেক্সিকোর বেসামরিক প্রতিরক্ষা কার্যালয় নিশ্চিত করেছে যে, ভূমিকম্প অনুভূত হওয়া এলাকায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য স্রোতের কারণে বন্দরগুলোতে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূমিকম্পের কিছুক্ষণ পরই মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা বলেছে, মার্কিন পশ্চিম উপকূল, ব্রিটিশ কলাম্বিয়া বা আলাস্কায় কোনো সুনামির আশঙ্কা নেই।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।