ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হচ্ছে, দাবি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হচ্ছে, দাবি পুতিনের

ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেছেন, তাদের (ইউক্রেনের) সেনাবাহিনী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।

যুদ্ধ সংবাদদাতাদের এক সভায় বক্তৃতাকালে তিনি বলেন, কিয়েভের ক্ষতি একটি ‘বিপর্যয়’ পর্যায়ে পৌঁছেছে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

মঙ্গলবার রাতের একটি ভিডিও ভাষণে তিনি বলেছেন, সৈন্যরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

ইউক্রেনীয় সৈন্যদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রতিটি মিটার ইউক্রেনীয় ভূমি রাশিয়ান শত্রু কাছ থেকে মুক্ত করা হচ্ছে।

এর আগে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনি টেলিগ্রামে লিখেছিলেন, আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করছি, এগিয়ে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।