ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ওড়িশার ট্রেন দুর্ঘটনা: ‘মূল কারণ’ চিহ্নিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুন ৪, ২০২৩
ওড়িশার ট্রেন দুর্ঘটনা: ‘মূল কারণ’ চিহ্নিত এএনআই থেকে সংগৃহীত ছবি

ওড়িশায় ট্রেন দুর্ঘটনার মূল কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রোববার (৪ জুন) বালেশ্বরে রেল দুর্ঘটনাস্থলে যান মন্ত্রী।

এসময় ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে তিনি জানান, ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের কারণে দুর্ঘটনাটি ঘটে।

শুক্রবার (২ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ওড়িশার বালেশ্বর জেলার বাহাঙ্গা বাজার এলাকায় তিন ট্রেনের ভয়ংকর দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮৮ জন মারা গেছেন। আহতের সংখ্যা এক হাজারেরও বেশি।

এএনআই-এর সঙ্গে কথা বলার সময় অশ্বিনী বৈষ্ণব বলেছেন, রেলওয়ে নিরাপত্তা কমিশনার বিষয়টি তদন্ত করেছেন। ঘটনার কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

রেলমন্ত্রী বলেন, এই মুহূর্তে আমরা পুনরুদ্ধারের দিকে মনোযোগ দিচ্ছি। আগামী বুধবার সকালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা আজ ট্র্যাকটি পুনরুদ্ধারের চেষ্টা করব। উদ্ধারকাজ শেষ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।