ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মালিতে আরও এক বছর থাকছে জার্মান সেনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মে ২৬, ২০২৩
মালিতে আরও এক বছর থাকছে জার্মান সেনা

জার্মান আইন প্রণেতারা দেশটির সেনাদের আরও এক বছর পর্যন্ত মালিতে থাকার অনুমতি দিয়েছেন। শুক্রবার (২৬ মে) পশ্চিম আফ্রিকার দেশটিতে জাতিসংঘের সামরিক মিশন সুশৃঙ্খলভাবে শেষ করার পরিকল্পনার অংশ হিসেবে এ অনুমতি দেওয়া হয়।

পার্লামেন্ট জাতিসংঘের মিশনে জার্মান সৈন্যদের অংশগ্রহণের জন্য নতুন এবং চূড়ান্ত আদেশ অনুমোদন করেছে। এটি ৩৭৫ ভোটের মধ্যে ২৬৩ ভোটে পাস হয়। এটির মাধ্যমে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত ১৪০০ সৈন্য মালিতে মোতায়েন থাকবে।

প্রধান বিরোধী দল এ বছরের শেষে সেনা প্রত্যাহারের আহ্বান জানায়।

সরকার নভেম্বরে ২০২৪ সালের মাঝামাঝি থেকে মিশনে জার্মানের অংশগ্রহণ বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করে। মালির নির্বাচনের সময় বিবেচনা করে এ ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার বিরোধীরা প্রশ্ন তুলে, কাঠামোগত প্রত্যাহার নিশ্চিত করতে এটি ফেব্রুয়ারিতে প্রত্যাশিত ছিল।

একজন নির্বাচিত রাষ্ট্রপতির বিরুদ্ধে ২০২০ সালের অভ্যুত্থানের পর থেকে মালি সামরিক জান্তা দ্বারা শাসিত। দেশটি ২০১৩ সাল থেকে আল-কায়েদা এবং ইসলামিক স্টেট গ্রুপের সঙ্গে যুক্ত সশস্ত্র চরমপন্থী গোষ্ঠীগুলোর অস্থিতিশীল আক্রমণের শিকার।

বিদেশে জার্মান সামরিক মিশনের জন্য সংসদের আদেশের প্রয়োজন হয়। এটি সাধারণত বার্ষিক ভিত্তিতে দেওয়া হয়।

সূত্র: এপি

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মে ২৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।