ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ধর্ষণ মামলায় খালাস পেলেন ইসলামি চিন্তাবিদ তারিক রামাদান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মে ২৪, ২০২৩
ধর্ষণ মামলায় খালাস পেলেন ইসলামি চিন্তাবিদ তারিক রামাদান তারিক রামাদান। ছবি: সংগৃহীত

ধর্ষণ ও যৌন হয়রানির মামলা থেকে ইসলামি চিন্তাবিদ তারেক রামাদানকে খালাস দিয়েছেন সুইজারল্যান্ডের আদালত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপকের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়।

বুধবার (২৪ মে) রায়ের পর বাদীর আইনজীবী জানান, তারা জেনেভা ফৌজদারি আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

আদালত রায় ঘোষণার পর ৬০ বছর বয়সী সুইস প্রচারক হাসলেন এবং তার এক মেয়েকে জড়িয়ে ধরেন।

৫৭ বছর বয়সী অভিযোগকারী সুইস নারী রায় শেষ হওয়ার আগেই আদালতের কক্ষ ছেড়ে চলে যান। ওই নারী ২০০৮ সালে জেনেভার হোটেলে রামাদানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা গত সপ্তাহে রামাদানের তিন বছরের কারাদণ্ডের আহ্বান জানান।

ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়া ওই নারীর আইনজীবী দাবি করেন, বাদীকে (সুইস নারী) একাধিকবার ধর্ষণ করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মে ২৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।